শেষ ইচ্ছে
শেষ ইচ্ছে
আবার যদি দেখা হয় তোমার
সাথে অনেক অনেক বছর পরে.
পারবে কি চিনতে আমায়
ডাকবে আবার নতুন করে.
হয়তো সবই ভুলেই গেছো
ব্যস্ত জীবন সঙ্গী মাঝে.
নতুন দেশ নতুন জীবন
সেজেছো আজ নতুন সাজে.
কেমন আছো বলো না আমায়
জানতে যে খুব ইচ্ছে করে.
এখানে আমার একার জীবন
কাটচ্ছে যে খুব কষ্ট করে.
সকাল হয় সন্ধ্যা নামে-
রাত্রি কাটে তোমাই ভেবে.
জানলা খুলে তাকিয়ে থাকি
ওই রাস্তা দিয়ে তুমি যে যাবে.
দীর্ঘ থেকে আরো দীর্ঘতর
হয় যে আমার অপেক্ষা
দিন মাস আর বছর কাটে
তবুও পাইনা তোমার দেখা
আমার মনের শেষ ইচ্ছে
শুধু একবার তোমাই দেখে
তোমার স্মৃতি বুকে নিয়ে আমি
বিদায় নেবো এই পৃথিবী থেকে.
Subscribe
Login
0 Comments
Oldest