শেষ পরিনতি
বাড়ির কাছে ওই বৃদ্ধ মানুষটার শরীরে বাসা বেঁধেছে এক কঠিন রোগ,
জ্বালা যন্ত্রনা কষ্ট খুব
খুব করছে সে ভোগ।
তাঁর জরা জীর্ণ দেহটা রয়েছে পড়ে এক নির্জন কোনে ,
ঘরে ঢুকে দেখি একা কি
যেন ভাবছে নিজে আনমনে।
তাঁর কাছে নেই আর শক্তির রেশ,
দেহটাতে এসেছে আজ বৃদ্ধের বেশ।
ছেলে মেয়ের প্রতি নেই আর দায়িত্বের অধিকার,
আর বোধহয় করতে পারে না
মনের ইচ্ছে মতো আবদার।
বৃদ্ধ মানুষটা করেছে শত ডাকাডাকি,
সবাই আজ দিচ্ছে তাকে ফাঁকি।
তাঁর প্রশ্নের উত্তরে দেয় না কেউ সাড়া,
শেষ বয়সে এসে সে বড্ড দিশেহারা।
পেকেছে মাথার চুল,
প্রতিটা কাজে এখন হচ্ছে শুধু ভুল ।
সে তো বহু কাজে ঝরিয়েছে
তাঁর মাথার ঘাম,
তবু তো শেষ বয়সে কেউ দিচ্ছে না দাম ।
এই দুঃখের দিনে কি হবে তাঁর
উপায়,
নিশ্চয়ই তাঁর কাছে এগিয়ে এসে আমরা হবো সহায় ।
তাই তো সবাই কে করছি আজ আহ্বান,
বৃদ্ধ মানুষটার দুঃখ কষ্টের করবো সমাধান।