শেষ বিকালে দেখা
একদিন শেষ বিকালে
দেখা হয়েছিল তার সাথে,
কথা হয়নি এ যেন শান্ত নীরবতা
তবুও আমি ভালোবাসা দিতে জানি
ভালোবাসা নাই বা পেলাম
তাতে কোনো দুঃখ নেই আমায়।
গোলাপের পাপড়ি নীরবে ঝরে পড়ে
আজীবন আমি মাটিকে ভালোবাসি
বলে; এই পৃথিবীর মৃত পাহাড়
উঠেছে আবার দাঁড়িয়ে মাথা উঁচু করে-
যদি তাকে একবার জানতাম
আবার যদি তাকেই ভালোবাসতাম।।
২৬/১০/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest