শোনো একটা গোলাপের কথা শোনো
কবিতার নাম=শোনো একটা গোলাপের কথা শোনো
কলমে=দেবাশিস চৌধুরী
এক গোলাপ ছিল
সে ছিল সর্বদা মনমরা আর বিষাদে বিষণ্ণ
সে ছিল বাগানের অন্যান্য আর পাঁচটা গোলাপের মতোই
সুন্দর আর সাধারণ
এভাবেই বেশ কাটছিল তার জীবন সহজ সরল
দিনের পর দিন আর রাতের পর রাত
বাগানের পাখির কলরব আর পাশে বয়ে যাওয়া নদীর
কলতানে বেশ কাটছিল জীবন তার সুখী সাধারণ
দুষ্টু ছায়ার পাশেই মিষ্টি রোদের অশান্ত লুকোচুরি
এক একটা নতুন স্বপ্নে বিহঙ্গঝাঁক নিত্য আকাশচারী
বন বীথিকা, হলুদবন,আর দামাল ছেলের উধাও তারার রাত
এমনি দেখেই তার কাটে জীবন,স্বপ্ন জাগে হঠাৎ
স্বপ্ন জাগে আরো সুন্দর,স্বপ্নের চেয়েও সুন্দর সে হবে
সৌন্দর্যে বাগানজোড়া গোলাপঝাঁক ছাড়িয়ে সে যাবে
সম্মিলিত নয়,সৌন্দর্যের একার গান সে একাই গাহিবে
স্বপ্ন, সৌন্দর্যের মাপকাঠি নতুন করে সে বিশ্বে লিখবে
আর এমনি করেই ভাবতে ভাবতে একদিন হলেও সে সুন্দর,আরো সুন্দর,স্বপ্নের চেয়েও সুন্দর, বীভৎস সুন্দর,এত সুন্দর যে, যে দেখে সে দেখে নির্বাক নয়নে
চুপ করে,আর এ গোলাপ জানে না যা তারা ভাবে মনে
মনে
মনে মনে ভাবে তারা এ গোলাপ ঝরার সময় হয়ে গেছে