শ্রমিকের ব্যাথা
সভ্যতা আজ উঠেছে গড়ে,
মোদের শ্রমে আর ঘামে !
আমরা হলাম শ্রমিক মুটে মজুর,
বাবুর গোলাম ; তুচ্ছ দামে !
গায়ে লেগে আঘাতের ধূলি,
তবেই জোটে সুখ চাবিকাঠি !
মোরা বড়ই দরকারি এ সমাজে,
সারাটি জীবন শুধুই খাটাখাটি !
পেটে দারুন খিদের জ্বালায়,
দু’চোখে ফ্যাকাশে হয়েছে দৃষ্টি !
যতোই হোক কষ্ট তোমারি,
গড়া চাই এ ইমারত সৃষ্টি !
আমরা শ্রমিক মুটে মজুর,
চেয়েছি একটু সুখের আশা !
নেই নেই বাঁচার উপায় আর,
এ সমাজ বড়ই সর্বনাশা !!!
Subscribe
Login
0 Comments
Oldest