শ্রম ও ঘামের কবিতা-০১ ∆ রুদ্র সুশান্ত
নিতান্ত মধ্যরাত্রি শেষে, একটি পাখি ডাক দিয়ে যায়,
রাত শেষ হয়ে এলো ভোর নেমে গেছে, শিশির-নিমগ্ন ধরায়।
ঢেকে যাওয়া কুয়াশা একটু পর মেখে নিবে রৌদ্র,
কুয়াশা আর মেঘের চলবে বিরতিহীন যুদ্ধ, দেখা যাবে মহামতি সূর্য,কখনো সাদা কখনো নীল হবে আকাশ।
এখানেই, এই নিরুপম বাংলাকে ভালোবেসে পৃথিবীর দ্বিমাত্রিক প্রকাশ।
মজুর কর্মে ছুটছে, চাদর পরে যাবে, ঘাম হবে বের-
আমারা অট্টালিকা তুলবো রক্ত মেখে শ্রমিকের।
অনাহুত রবে একজন কাঁদামাখা শিশু, অনাহুত রবে দুধেল গাই
কাঁদা মাটি লাগবে না গায়ে, আমারা ফোর স্টারে খাই।
Subscribe
Login
0 Comments
Oldest