সন্ধ্যা তারা
একলা আকাশ সন্ধ্যা তারা
রাতের আকাশ অন্ধকার,
নিঃসঙ্গ মেঘদলেরা
ছুটছে সবাই দুর্নিবার।
সন্ধ্যা তারা থেমেই রয়
মৃদু ছন্দে বাতাস বয়।
এত বেশি কিসের তাড়া?
ভালো থাকুক সন্ধ্যা তারা।
-০২/১০/২০২২, ঢাকা।
Subscribe
Login
0 Comments
Oldest