সব দোষ কাজলের – অর্ঘ্যদীপ চক্রবর্তী
এভাবে টানা টানা কাজল চোখে আমার দিকে তাকিও না।
বিশ্বাস করবে?
আমি আটকে যাই তোমার চোখের মধ্যে!
আমার নিজের দেখার ক্ষমতা থাকে না-
দেখি তোমার চোখ দিয়ে।
কীভাবে বোঝাব আমি কী হয়ে যাই যখন তাকাও আমার দিকে?
আমি তা বোঝানোর ভাষা জানি না- মুখ্যু মানুষ,
কেন আটকে রাখো আমায় তোমার চোখের মধ্যে?
সব দোষ কাজলের।
নিশ্চয় ও কোনো রূপকথার দেশের মায়াবী বস্তু,
যে সবাইকে নিজের দিকে টানে!
কী অদ্ভুত সেই আকর্ষণ!
এমন আকর্ষণ যেন সূর্যেরও নেই, পৃথিবীর প্রতি!
তবে যাই বলো, এতে আমার কোনো ক্ষতি নেই-
তোমার চোখের কাজলধোয়া জল হয়ে তোমারই অঙ্গে পড়তে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/০৭/২০২৩
বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest