সভ্যাসভ্যতা
এই সভ্যতার বুকে সিন্ধুর জলপ্রবাহের দাগ,
শিয়রে আছে সুমেরীয় ফসিল,
শরীর জুড়ে ঝুলন্ত বাগানের ব্যবিলনীয় ঘ্রাণ,
পিঠে ইউফ্রেটিসের ছোপ ছোপ দাগ,
নগ্ন পায়ে কোন সময় হয়তো নালন্দার খড়ম ছিলো,
স্ফিংসের নাকের মত ক্ষয়ে গেছে তা,
ইদানীং এটার কোন নাম নেই,
বদলে যাওয়া নামটাও ঠিক জানিনা,
নির্ঘুম থাকে চব্বিশ ঘন্টা,
ইনসোমেনিয়া,
ক্ষয় রোগে শয্যাশায়ী,
দিনে মুমূর্ষু শঙ্খচূড়ের মত এঁকে বেঁকে
শহরতলীতে কিঞ্চিৎ সভ্যতা বিতরন করে
জলঢোড়া আর মেটেদের,
রাতে কি খায় জানিনা,হালকা শক্তি পায়,
কোরামিন টোরামিন এই সব,
ছক্কা মারতে দেখি
খরগোশ আর গিনিপিগদের উপর,
এটার একটা নাম দিয়েছি আমি
সভ্যাসভ্যতা।
Subscribe
Login
0 Comments
Oldest