সময়ের ব্যবধান
আমি কখনোই ভাবিনি যে
আমার ভালোবাসার মৃত্যুটা
হয়ে যাবে বড্ড অবেলায়।
মহাবিশ্বে অনেক দূরত্ব আছে
সবচেয়ে বেশি দূরত্বটা দাঁড়াবে
তোমার আমার মাঝ রাস্তায়।
কখনোই দেখা হয়তো হবে না
যদিও ভুলক্রমে দেখা হয়
অশ্রুসিক্ত আঁখি দেখতে পাবে না।
যে হাস্যজ্জ্বল চেহারাটা দেখবে
তা নিজেকে সুস্থ রাখার ব্যর্থ চেষ্টা
ছলনাও বলতে পারো তবুও কারো সাথে না।
Subscribe
Login
0 Comments
Oldest