সহস্র চেঙ্গিস

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সহস্র চেঙ্গিস
হাকিকুর রহমান

শবের মিছিলে ভরে গেছে রাজপথ,
সারা বিশ্ব জুড়ে, চলিছে শোকের মাতম
আর্তচিৎকার গুমরে কাঁদছে
প্রসাদের অভ্যন্তরে।

কারণ, পরমাত্মীয়ের শেষকৃত্যেও
সামিল না হওয়ার বেদনা, আর সইতে পারছেনা।

প্রকৃতির ভগ্ন দ্বারে, এ কিসের সংকেত।
একি নিঠুর বীভৎস শাস্তি!
কোন সে আহত অশ্বের শানিত খুরের শব্দ
ধ্বনিত-প্রতিধ্বনিত হয় যে সমগ্র চরাচরে।

এটা কিসের শান্তি,
এটা কিসের নীরবতা,
এ যেন এক ভৌতিক স্তব্ধতা।

শূন্য মসজিদের আযান যাচ্ছে শোনা,
শূন্য মন্দিরে নেই কোন আরাধনা।
প্রাচ্য-পাশ্চাত্য জুড়ে,
শুনি ঐ একই বিরহ সঙ্গীত-
এ কোন মৃত্যুর উৎসবে মেতে উঠেছে ধরিত্রী?

নগরে-শহরে-গ্রামে-গঞ্জে-মাঠে-ঘাটে-সবখানে
সহস্র চেঙ্গিস এসেছে নেমে
রক্তস্নাত তরবারী হাতে, নর হত্যাযজ্ঞে মেতে।
ক্ষান্ত দাও!
ক্ষান্ত দাও, ধরিত্রী, ক্ষান্ত দাও!

(“কোভিড-১৯” কাব্য থেকে)

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।