সাইক্লোন
ভালবাসা হল এক সাইক্লোন
ঝড়ো বাতাসের এক বৈশাখী তান্ডব
যার উপর দিয়ে বযে যায়
তার হার,মাংস,অস্থিমজ্জা
খড়কুটোর মত উপড়ে ফেলে ।।
উর্বরতা হারিয়ে বুকের জমিনে তখন
কংকালসার বৃক্ষের জানান দেয়
সুনামীর লন্ডভন্ড তান্ডবে
মনের দুয়ারে পড়ে অর্গল
বুভুক্ষু চোখে জাগে অপুর্ণতার চর ।।
মনপুরায় তানপুরার সুরে
বেজে উঠে বেদনার বিউগল
অরণ্যের গহীণে তোলপাড় বিপন্ন সবুজ
পুড়ে যাওয়া হৃদয়ের আকাশে
শঙ্খচিল নয়,নিকোটিনের বিষ বাষ্প উড়ে
ভালোবাসা সাইক্লোনের ধূম্রজাল হয়ে্ ।।
Subscribe
Login
0 Comments
Oldest