সাক্ষী থাকুক
সাক্ষী থাকুক , প্রথম দেখার দিন,
সাক্ষী থাকুক, সেই “অন্তহীন”।
সাক্ষী থাকুক, সুরের ধ্রুবতারা।
সাক্ষী থাকুক, বাঁকা চাঁদ দিশেহারা।
সাক্ষী থাকুক, বেহায়া মন,
সাক্ষী থাকুক, রাত নির্জন।
সাক্ষী থাকুক, রাত জাগা ভোর,
সাক্ষী থাকুক, ল্যাম্পপোস্ট, একাকী কোনো মোড়।
সাক্ষী থাকুক, হৃদয়ের কোলাহল,
সাক্ষী থাকুক, লুকোনো নোনা জল,
সাক্ষী থাকুক, না বলা কথা,
সাক্ষী থাকুক, বুঝে নেওয়া নীরবতা।
সাক্ষী থাকুক, মনের আনাচ কানাচ,
সাক্ষী থাকুক, অবয়ব দেখা কাঁচ।
সাক্ষী থাকুক, সকল অভ্যস্ত অভ্যেস।
সাক্ষী থাকুক, জড়ানো অনুভূতি আবেশ।
সাক্ষী থাকুক, খাম মুখ বন্ধ,
সাক্ষী থাকুক, ইনবক্স আর লেগে থাকা গন্ধ।
সাক্ষী থাকুক, আদুরে রোদ্দুর,
সাক্ষী থাকুক, অনন্ত দুপুর।
সাক্ষী থাকুক, রোদের উত্তাপ,
সাক্ষী থাকুক, বিকেলে গোধূলি ছাপ।
সাক্ষী থাকুক, তোমার খোলা চুল,
সাক্ষী থাকুক, বসন্তে পলাশ ফুল।
সাক্ষী থাকুক, শুকপাখিদের ঘুম,
সাক্ষী থাকুক, পাতা ঝরার মরশুম।