সাহিত্য সম্রাট
বাঙালি মননের মাণিক্য তুমি, ব্রিটিশ ও মাথা ঝোঁকায়।
হৃদয় কোঠরে প্রোথিত আজও নিজ ভাবগভীরতায়।
সাহিত্যের অপার মহিমায় তোমা হতে সবে বিদ্ধ,
যুগের কান্ডারি তুমি “সাহিত্য সম্রাট” নামে ভুবন-বন্দিত।
বন্দেমাতরমের বীজ মন্ত্রে, জাতীয়তাবাদের হাতেখড়ি;
বিশ্ব জুড়ে বন্দিত আজও তোমা হতে সৃষ্ট ‘দুর্গেশনন্দিনী’।
‘কমলাকান্তের দপ্তর’, ‘কপাল কুন্ডলা’ তোমা হতে সবে সৃষ্ট,
‘দেবী চৌধুরানী’-র ও স্রষ্টা তুমি ‘আনন্দমঠে’র কবি।
Subscribe
Login
1 Comment
Oldest