সায়াহ্নে প্রেম
বড্ড অবেলায় এলে যে সীমা।
এ বেলায় কেউ আসে।
খানিক পরেই দিবাবসান।
সায়াহ্নের নিরুত্তাপ আলিঙ্গনের
কোন মানেই হয় না।
তুমি আসবে বলে প্রহর গুনতে গুনতে
আমি ক্লান্ত, শ্রান্ত এবং অবসন্ন।
শেষ বিকেলের প্রতীক্ষা মাড়িয়ে
যখন তুমি এলে, তখন আমি
জীবনের অবরুদ্ধ মোহনায়
অনাগত দিন যাপনের পান্ডূলিপি লিখছি।
তুমি এলেনা তো এলেই না।
আর যখন এলে তখন
ঢাক ঢোল পিটিয়ে এলে।
অনন্তর নিস্তব্ধতা ভেঙ্গে আবেগের
জোয়ারে ভাসলাম। কি লাভ হলো?
যখন তুমি পূর্ব-পশ্চিমের দুরত্ব মাপতে গেলে।
সেইতো অবদমিত হতে হলো
শেষ বিকেলের মাদকতা থেকে।
এভাবে কাছে আসা নিরর্থক
কোন মানে হয় না সীমা।
তার চেয়ে বরং তুমি ফিরে যাও
তোমার বনেদি বসন্তে। খুঁজে নাও
তারুন্যের পৌরুষ চুম্বনের উষ্ণ ঘ্রাণ।
তোমার সায়াহ্নের আগেই।
তোমার দুরন্ত দুপুরে।
Subscribe
Login
0 Comments
Oldest