সুখ
কারো কাছে প্রিয় মানুষের কাছে থাকা আর সাথে থাকাটাই সুখ ।
কারও কাছে
কাড়ি কাড়ি টাকা থাকাটাই সুখ ।
আবার হাঁসপাতালের রুগ্ন অসুস্থ্য মানুষটার কাছে
সুস্থ্য থাকাটাই চরম সুখ।
নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধার কাছে সবচেয়ে বড় সুখ
প্রবাসী সন্তানের একটা ভিডিও কল।
কারো কাছে ক্ষমতা দিয়ে
যাচ্ছেতাই করাটাই সুখ !
আর পাগলের সুখ-মনে মনে!
বেকার কর্মহীনের জন্য
কর্মসংস্থান বড় অবলম্বনের নাম,সেটাই তার সুখ।
সুখের সংজ্ঞা আর হিসেব বিভিন্ন,
চাহিদা আর আবস্থানের নিমিত্তে।
আপেক্ষিক হিসেব টা কখনো মেলে;
আবার কখনও শেষ পাতার উত্তরের সাথে নিজের অংক টা মেলে না,
তবু মানুষ ছুঁতে চায় রঙধনুর মতো রঙ্গিন সুখ।
সুখ তুমি কারো কাছে মরুর মরীচিকা ,অধরা- ঠিক যেন চোখের সামনে ধোঁয়াটে কুয়াশা, আদতে বাস্তবতা সামনে আসলে মুছে যায়।
আমার কাছে সুখ একটা পছন্দ,যদি তুমি না জানো কোথায় তোমার সুখ?
তবে তুমি কখনও সুখী নও ।
২৬.১.২০২১
Subscribe
Login
1 Comment
Oldest