সুখ উল্লাস
আর কতকাল দুখ সাগরে
ভাসবো আমি প্রভু,
দিবানিশি সুখ সাগরের
সন্ধান করি তবু।
পাই না এই ধরার বুকে
একটু সুখের ছোঁয়া,
সুখবিহীন যে বৃথা জীবন
সবই কালো ধোঁয়া।
অবাক চোখে যেদিক তাকাই
শূন্য দেখি সবই,
সুখের খোঁজে ক্লান্ত হয়ে
আঁকি নানা ছবি।
সুখ উল্লাসে জীবনটাকে
মেতে রাখতে হবে,
নইলে মানব জীবনটা যে
দুখ অনলে রবে।
রচনাকালঃ
০৩/০৯/২০২২
Subscribe
Login
0 Comments
Oldest