সুখ-দুঃখের মহিমা
সুখ-দুঃখ মাথার উপরে, যখন তোমার সাথে কোন ছায়া থাকে না।
রং না লাগাই অর কা, ব্যাপাই সতগুরুর রং ||
সমস্ত সুখ-দুঃখ আপনার মাথায় বহন করুন, সতগুরু-সন্তদের সঙ্গ ত্যাগ করবেন না। আপনার মনকে অন্য কোন বিষয়ে বা খারাপ সংসর্গে মগ্ন হতে দেবেন না, সতগুরুর চরণ বা তাঁর জ্ঞান ও আচারের প্রেমে মগ্ন থাকুন।
কবীর গুরু কয় ভবতে, দূরহি তে দেশান্ত |
মন থেকে ছিনিয়ে নিয়েছিল শরীর, সংসারের প্রতি রাগ।
গুরু কবির বলেন, সতগুরু জ্ঞানের অনুপস্থিতির লক্ষণ দূর থেকে দেখা যায়। তাদের শরীর বিচলিত এবং তাদের মন বিচলিত, তারা দুঃখ নিয়ে সংসারে বিচরণ করে।
দশাতন হরদাই বসাই, সাধুন সো অধিন |
কবীর এত দাস কোথায়, প্রেম ভক্তি প্রেমলাইনে ||
যাঁর অন্তরে সেবা ও প্রেমের অনুভূতি বাস করে এবং সাধকদের অধীন থাকে। যে মানুষ প্রেম-ভক্তিতে নিমগ্ন সে-ই প্রকৃত দাস।
ভৃত্য কাহিনী কঠিন, আমি বান্দার সেবক।
এবার আমাকে এমন হতে দাও, পায়ের তলায় সেই ঘাস ||
এমন দাস হওয়া মুশকিল যে- “আমি গোলামের গোলাম। এখন থাকব এমন কোমল, পায়ের তলায় ঘাসের মত”।
সতজ্ঞান নিযুক্ত, তাই সকল বন্ধন ছিন্ন কর।
কবীর কোথায় দাস, কাল হতে হয় হাতে হাতে ||
যিনি বিষয়ের সমস্ত বন্ধন ছিন্ন করে সত্যরূপে জ্ঞানের রাজ্যে নিযুক্ত থাকেন। গুরু কবির বলেছেন যে কালও সেই গুরু-ভক্তের সামনে হাত জোড় করে মাথা নত করবে।