সুজলের ধারা
সুজল গাঁয়ে সবুজ গাছের আড়ে
নিত্তি গড়ে কুটুম নীরদ ভেলা,
চৌদিকে তার পুকুর ডোবার ধারে
খল বলিয়ে মৎস করে খেলা।
মাঠের বুকে হরেক ফসল নেচে
অব্দ ভরই চষে পরম প্রীতি,
মন ভরে যায় পাখ-পাখালি যেচে
সাজায় বলে দিন-রজনীর গীতি।
মৌমাছির চাক থাকেই উঁচু ডালে
ফুলের ঘ্রাণে সব ঋতুতে নেয়ে,
দেয় চাঁদা টিপ ভাঙা ঘরের ভালে
শীত খরা বান সহন দোরে পেয়ে।
আলসে সকাল পান্তা ভাতে ছুঁড়ে
কৃষক খুঁজে কাজের সারে খ্যাতি,
রাখালিয়া কাঞ্চা বাঁশির সুরে
ছাগ গরু রয় শ্যামল বাটে মাতি।
Subscribe
Login
0 Comments
Oldest