সূর্যমুখী, আমার চোখে
সূর্যমুখী, চেয়ে আছো,
আমায় তুমি চেনো?
আমি হ’ব তোমার জন্য,
প্রেমিক, অন্য কোনো।
সূর্যমুখী, হলুদ রঙে,
সেজেছো অতি বাহার,
ও’রূপ দেখে মনে পড়ে,
কেউ যে ছিল আমার।
দু’চোখ দিয়ে চাইত যখন,
পড়ত সুধা ঝরে,
সূর্যমুখী, তেমনি তোমার,
মৃদু হাসি, ও মুখে।
চলকে ওঠা, রোদের আলো,
জড়িয়ে আছে কেমন,
রূপের বাহার, আগলে রেখো,
মজেছি আমি, যেমন।
যেখানে যাই দূরে, কাছে,
সকাল, সন্ধে, রাতে,
সূর্যমুখী ভাসবে চোখে,
আমার প্রিয়া হয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest