সেই নদীটা
আজ নদীটা হঠাৎ অন্য বাঁক নিল,
যাকে দেখেছিলাম পাহাড় থেকে নামতে
বিপুল জলরাশি তার, পাথর ঘাট ভাঙতে
নিজেকে গড়ছিলো, নাকি অন্য গল্প ছিলো?
মাটির কাছে এসে বোধহয় স্রোত গেছে কমে
কত জল জমলো তবু বেগ আর নেই
ভাঙা পাথর বয়ে বয়ে ভারী হলো যেই
এদিক ওদিক দ্বীপ গজালো পাথর জমে জমে,
অনেক মোড় বাকি, মাটি আছে যতক্ষণ,
পাথর গুলো গল্প বলে সবাই কি বোঝে?
অনেক পাথর হারিয়ে গেছে পথেরই খাঁজে
শুধু গল্প গুলো খুঁজতে থাকে ফেরারি সে মন ||
Subscribe
Login
0 Comments
Oldest