সেই সুর
কি মধুর বাঁশরি বাজালো যে ঐ দূরে
জুড়ায়ে পরাণ কাড়িয়া নিলো সেই সুরে।।
গোধূলি লগনে সাজিলো অবনী
ভরা শ্রাবণে বহিছে তটিনী-
যুঁথী, কামিনী প্রকাশিলো অঙ্কুরে।।
প্রাণের মাঝারে ভাবিয়া ফিরিছি কারে
ফিরিবেকি আর কোনও দিনও মম দ্বারে।
স্মৃতিরা হারায় সুনীল আকাশে
মরম জড়ায় দখিনা বাতাসে-
বিহগিনী হোথা ভরালো তার চঞ্চুরে।।
(রবি ঠাকুর স্মরণে)
Subscribe
Login
0 Comments
Oldest