সে আমার হতে চাই
জানো রোজ মধ্য রাতে মৃত্যুর সঙ্গে কথা বলি।
সে তো আমায় আপন করে পেতে চাই!
আমি বলেছি, তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না!
বলো আমি কী ভুল বলেছি?
আচ্ছা এখন আমার কতো কাজ মৃত্যু কী তা বোঝে না?
মৃত্যু কী জানে না?
আমাকে এখন তোমার দায়িত্ব নিতে হবে; যত্ন করতে হবে।
তাছাড়া আমি চলে গেলে তুমিই বা কীভাবে একা থাকবে !
আমি মৃত্যু কে বলে দিয়েছি;
তোমাকে এভাবে একা করে আমি যেত পারবো না!
জানো মৃত্যু আজ আবার এসেছিল,
আমার চিলেকোঠার চৌকাঠে!
অনেক গল্প হলো দু’জনের।
ভালোবাসার প্রতিযোগিতায় মৃত্যুর কাছে,
হয়তো খুব দ্রুত পরাজিত হতে হবে!
যদি পরাজিত হয় তখন আমাকে
কিন্তু দোষ দিতে পারবে না।
কারন মৃত্যু আমাকে যতটা ভালোবাসে,
ততোটাই ঘৃন্য করো তুমি!