স্বপন মামনের কবিতা
ভগবানের বাড়ি আজ অস্তলীন জতুগৃহ-পবিত্র বেদীমূলে যুগের সঞ্চিত ধুলো
শাস্ত্রনিধি খুলে দেখি ঈশ্বরের বিদ্যুস্পৃষ্ট মুখ
সময়ের প্রহারে কদর্য-করুণ
কোন ব্যাকরণে এমন জৌলুসহীন দেবগৃহের আহত অহম ?
এই শেওলা আচ্ছাদিত দেয়ালের কারুকাজ নিখুঁত নির্মাণ শৈলী দেখে–
আমার মতো আজ অনেকে’ই বিশ্বাস করে
মুসলমানের মসজিদ ভক্তির অধিক দাসত্ব নিয়েও
যারা দেব-বেদী পরিত্যক্ত ফেলে ফিরে গেছে তারা কি জানেনা?
দেবতারা আজো ফিরে আসেন এখানে সাত পুরুষের বাস্তু ভিটায়!
দেবতার বাড়ি দেখে এলাম দেয়ালের কারুকাজে ম্লায়মান দেবীমাতা
জানুহীন,উন্মুক্ত কাঁচুলি বাড়িয়ে ধরে অপেক্ষায় আছেন হিঁদুহীন এ দেশে
তার কোন সন্তানের লাগি মুসলমানেরা তা বুজেনা !
দেবীমাতাকে দেখে এলাম প্রস্তানের পূর্বে ফিরে দেখি
তিনিও নয়ন নিংড়ে দেখে নিচ্ছেন তার শেষ পূজারী’কে !