স্বপ্নের বাড়ি
স্বপ্নের আঁধারে রঙিন স্বপ্ন
আঁধার রাত্রে মেঘের বাতাবরণ।
সোনালি রঙিন ঘাসের মেলা,
কুয়াশায় ভেজা ঘাসের ডগা
দিন হারানো কত না খেলা।
ধুলো রাঙানো রাস্তার বেলা,
চেয়ে থাকা ভোরের সকাল
কলসি ভরা জলের তৃষ্ণা।
কেশভরা বধূর শয্যা,
স্বপ্নে আঁকা মোদের বাড়ি
গল্পভরা ফুলের সাজি,
কাজলভরা চোখের রং
বৃষ্টি দিনের মেঘলা হাসি।
ফুল রাঙানো ভোরের দিন
বসে থাকা নদীর তীরে-
ঢেউ রাঙানো জলের রাশি
এই আমাদের স্বপ্নের বাড়ি।।
২০/১২০১৯
Subscribe
Login
0 Comments
Oldest