স্বপ্ন দেখো
স্বপ্ন দেখো
মোঃ হেদায়েতুল ইসলাম
স্বপ্ন দেখো বলতে শেখো
আমি একদিন পারব,
স্বপ্ন দেখো বলতে শেখো
অবশ্যই চেষ্টা করে ছাড়বো।
স্বপ্ন দেখো ধৈর্য নিয়ে
যাও এগিয়ে যাও,
স্বপ্ন দেখো সাহস রেখো
কিসের এত ভয় পাও।
স্বপ্ন দেখো শ্রম দিবে
কভু করবে না হেলা,
স্বপ্ন দেখো সততার সাথে
যেন কাটে তোমার বেলা।
স্বপ্ন দেখো হারলে পরেও
অধ্যবসায় রবে,
স্বপ্ন দেখো জ্ঞানচর্চায়
অতুলনীয় হবে এই ভবে।
স্বপ্ন দেখো বিজয় মাল্য
তোমার গলে উঠবে,
স্বপ্ন দেখো হাসবে তুমি
দিকে দিকে তোমার সুনাম ফুটবে।
Subscribe
Login
0 Comments
Oldest