স্বপ্ন বিলাসিতা
স্বপ্ন বিলাসিতা
হাকিকুর রহমান
স্বপ্নবিলাসিতায় তো ভুগেছি আজন্মকাল ধরে-
স্বপ্নের সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে ওঠার
কি সকরুণ প্রচেষ্টা। যতই উপরে উঠি
উঁকি দেয় সেই এক ভাবাতুর চাঁদ।
ধাপে ধাপে অদৃশ্যভাবে, সাজানো রয়েছে সেথায়-
বেদনাভরানো স্মৃতিগুলো। কোন এক
বিরহী চিত্রকরের আগোছালো আল্পনা যেন।
সেই সে কিশোর বেলায় দেখা, রাজকুমারীর
অবয়বটা এখনও মনের কোনাতে দোলা দেয়-
আর উদ্বেলিত করে, বিষন্ন করে, চিন্তামগ্ন করে।
অশ্রুসিক্ত আশাগুলো, নির্লিপ্ত বিড়ম্বনায় ভুগে।
নিদ্রাহীন রাত্রির সাথী হয়, আর নির্বিকারে
অবলোকন করে জোৎস্নাখচিত চিরনিদ্রা-
স্বপ্নের সীমানাতে আবার ফেরি করে ফেরা,
যদিওবা জীবনের সাথে তার নেই কোন সংশ্লিষ্টতা।