স্বর্গীয় ভালোবাসা
দিন কয়েক আগে নিয়েছো বিদায়,
পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে রেখে গেছে সবি পতিদেবতায়।
নিজ হাতে বোনা নকশিকাঁথা, কাঁসার ঘটিবাটি,
টিনের ট্রাংকে রেখেছো ভরে কাস্মীরী শাল,
বাড়ির উঠোনের কোনে বোনা তালের আঁটি
সবই রেখেছো যত্ন করে,
রেখেছো মটকা ভর্তি তারই পছন্দের ঢেঁকি ছাঁটা চাল।
কাল যাকে দিয়েছো নিজ হাতে রেঁধে খাইয়ে
আজ সেই তোমাকে ছেড়ে চলিছে পথ তোমাকে ভূলিয়ে।
দুপুরের খাবার রেখেছো বেড়ে, কখন সেরেছো নাওয়া
একসাথে খাবে বলে, কতোদিন আর হয়নি খাওয়া।
কাল যাকে মনের কোনে তার ঘর দুয়ার রেখেছো আগলে
আজ সেই তোমাকে রেখেছে তার-ই মনের আড়ালে।
হাতের বালাখানি বেঁচে তুমি যার বদলেছো
একচালা ঘরের জঙধরা ফুটো টিন,
একটু ঘুমোবে শান্তির ঘুম,
আনবে আবার ফিরিয়ে যদি বদলায় দিন।
টিন বদলে আজ সেই এনেছে সুরেলা ট্রানজিস্টর
দুই ঠোঁট তার লাল মুখে দিয়েছে সুগন্ধি পান,
শুধু তোমাকেই গেছে ভূলে শুনে অন্যকারো গান।
র্নিবোধেরা হতে জানে না স্বর্গীয় ভালোবাসায় সিক্ত,
কাছে রেখেও কখনো পায় না তার সন্ধান,
মায়ায় ছুটে দিগ্বিদিক সারাজীবন-ই থাকে রিক্ত
সাদা পল কাঠে খুঁজে স্বর্ণ অথচ পায়ের নিচে থাকে চন্দন।
তোমার কবরের মাটি এখনো শুকায়নি,
আগাছা আর দূর্বাঘাসের খোঁজ এখনো মেলেনি।
তাতেই ভালোবাসা তোমার এখন হয়েছে পর,
পৃথক হয়েছে তার আর তোমার থাকার ঘর।
১৯/১১/২০২০
(সপ্তাহ খানেক আগে স্ত্রী মারা যাওয়া এক ব্যক্তির অভিব্যক্তি দেখে লেখা সকালে।)