স্বাধীনতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার মরা শরীরে জীবিত হয়েছে
স্বাধীন ভারতের মানচিত্র।

স্টেনগানের বুলেটে যে ছবি ফুটে উঠেছে
ভারত বীরত্বের জীমূত;
জীমূতবাহন শক্তির বেশে
অশ্রু নদী রক্ত হয়ে
এসেছে স্বাধীনতা,মহৎ-এর স্বাধীনতা।
কত বিপ্লবী শহীদের প্রাণের বিনিময়ে
এসেছে অগ্নিগর্ভ স্বাধীনতা।

মৃত শহীদের বুকের রক্তে
জ্বলে উঠছে স্বাধীনতা;
নীল আকাশের শীর্ষ দেশে
মেলে দিয়েছে তারা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা।

রাত্রের নিস্তব্ধতা’কে সঙ্গী করে
দিয়েছে পবিত্র স্বাধীনতা
হাজার বছরের মৃত ‘নক্ষত্র’গুলো।

০৬/০৮/২০২১

0

Publication author

2
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।