প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার অবস্থাটা,
অনেক’টা, খাঁচায় বন্দি পাখির মত!
কেউ দেখে বলে বাঃ!
অতি চমৎকার।
কেউ’বা,
রঙিন পালক দেখে উচ্ছ্বসিত।
কেউ’বা, একটু,
ছুঁতে পাওয়ায়, চমৎ-কৃত।
আমার ডাক শুনে,
নকল করা্র’ও চেষ্টা।
যাদের ইচ্ছে,
আমার ডাকের মধ্যে, সুর খুঁজে পাওয়া।
কেউ’বা,
ছোলা, বাদাম
এগিয়ে দেয় বাটিতে,
সামনে খেলে,
তারাও, আনন্দিত হয়ে ওঠে।
সবার, সব আব্দার
মিটিয়ে যাই বার, বার,
বন্দি থেকে’ও।
তবু, আকাশ যে, আমায় চায়।
নীল আকাশ,
খাঁচার উপর,
ঝুপ করে,
থমকে দাঁড়িয়ে আছে অপেক্ষায়।
ডানা‌ দুটি,
তার ওত বড় প্রেক্ষাপটে,
চিত্রীয়-মান,
সাজিয়ে তোলে।
যেদিকে, উড়ে গেলে,
খুঁজে পেতে চাই, বেঁচে থাকার উষ্ণতা।
আকাশ’ও খোঁজ রাখে।
আমার সাথে করে, দিক্ পরিক্রমা।
কিন্তু, কারোর কি, মনে হয়’না, একবারও,
সবকিছুর বিনিময়ে, পাখির শেষ ইচ্ছে,
বুকে চাপা, দুঃখকে, বন্দি করে,
খাঁচার দরজাটা, খুলে দিতে।

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে