স্বীকারোক্তি।
যদি আমায় বুঝতে পারতে ,
তাহলে শুনতে ,
আমার হৃদয়ের গভীর অন্তস্থলের শব্দ ।
শুনতে পেতে,
আমার হৃদয়ের প্রেমের হৃদ স্পন্দন ।
যেখানে শুধু তোমার বিচরণ ………
খুঁজে পেতে,
কারনে অকারনে তোমার অজস্র কারন ।
বুঝে নিতে,
কতো গভীর ভালোবাসায় প্রেমে এই হৃদয়ে
করেছি তোমাকে ধারন ..
Subscribe
Login
0 Comments
Oldest