স্মৃতির প্রেমে রাত বাতি – অসীম চক্রবর্ত্তী
মন ক্লিন্ন অবসন্ন মন ভাঙে অবসাদে
চোখে ঘুম নেই শোচিত হৃদয়ে মন শুধু ফুঁপে কাঁদে।
জোৎসনা বিহীন চোখে ঘুমহীন জাগি শুয়ে পুরো রাতি
শুধু মনে হয় – যেন কিছু কয় – ঐ ক্ষীণ রাত বাতি।
ধুলোভরা প্রেম মুছে নিয়ে চায় জাগিতে চিরতরে
দুহাত তুলে আঁকড়াতে ধায় রাত্রির অম্বরে।
চেনা তারাদের ভিঁড়ে খুঁজে পেতে চায় আজিকার তার পাতি
মিটমিট মাঝে-জ্বলে উঠে যেন-সহসা ক্ষীণ রাত বাতি।
শান্তির ধারা ঝরিতে চায় রাতের বিছানার পড়ে
উন্মাদ উষ্ণতা সরিয়ে হৃদয়ে উন্মাদ অঝরে।
চোখে প্রেম নিয়ে শুয়ে রই ভেজা নিচোলে সারারাতি
শুধু চেয়ে থাকে – যেন কিছু ভাবে – ঐ ক্ষীণ রাত বাতি
ধুলো মাখা উপহার মুছে ভরে স্মৃতি আবার নতুন মলাটে
যেন শুধু চায় লিখিতে নতুন মোর পোড়া এই ললাটে।
স্মৃতির আদরে হৃদ মাঝারে মন চায় প্রীয় সাথি
শুধু চেয়ে রয় – যেন মনে হয় – হাসিছে ক্ষীণ রাত বাতি।
স্মৃতি চাঁপা প্রেম জাগিতে চাহে পুনরায় মন কোটরে
হৃদয় জুড়িয়া দানা বাঁধে আশা ভরিয়া মনের জঠরে
উসকায় স্মৃতি পুলকিত হয়ে মন ভাবে আজ মাতি
মোর পানে চেয়ে – কি যেন মনে – ভাবিছে ক্ষীণ রাত বাতি।
দানা বাঁধে আশা সুশোভিত করে তমোময় ভরে আলোকে
হিমেল হাওয়ার পরশ লাগিয়া মন ভরে ভারী পুলকে।
শিতল বাতাস ক্লান্তি মিটায়ে ভাবনারে দেয় ইতি
নিদ্রা আসে – ঘুম চোখে দেখি – স্থির ক্ষীণ রাত বাতি।।