হঠাৎ দেখা তোমার (সুজয় বর্মন)
হঠাৎ দেখা তোমার
সুজয় বর্মন
যে দিন তোমায় প্রথম দেখেছি ,
হারিয়ে গিয়েছি আমি অজানা দেশে।
তবুও তোমার খুঁজে খুঁজে আমি পাগল ,
আছো কোন গ্রামে এবং শহরে ।
এটা কি আমার ভালোবাসা ছিল না কি
ভালো লাগা ছিল ,
তোমার এই সুন্দর রূপটা আমায় পাগল করিয়েছো,
তোমার মায়াবী চোখ ও তোমার গোলাপী ঠোঁটে হাঁসি খুব ভালো লাগে ।
হটাৎ তোমায় দেখেছি তাই প্রথম কবিতা লিখেছি।
এখন তোমার অপেক্ষায় বসে আছি ।
Subscribe
Login
0 Comments
Oldest