হাঁটুর গিঁটে বুদ্ধি থাকা বুদ্ধিজীবী
কারণে অকারণে মুখে খই ফুটলে
আগের মতো কেউ আর বাঁচাল ব’লে না
পাণ্ডিত্যের উপাধি জুটে — চক্ষুড়ালে ইজ্জত লুটে।
পন্ডিত সাবের কতো টেককেয়ার —
ধুয়েমুছে পরিষ্কার রাখে চেয়ার, জনসম্মুখে বাহবা
চলনে-বলনে দাম্ভিকতা -বুটে পিষে সত্যের নির্যাস।
দুর্বাঘাসের মতো মিলে পণ্ডিত —
গাঁও থেকে শহরে — লোকালয় থেকে লোকারণ্যে
জ্ঞান বিতরণ করতে কখনো কখনো যায় শূন্যে।
সাধু – চলিত – সংস্কৃত মিশিয়ে –
ডাল-চালে খিচুড়ি পাকিয়ে — গিলাতে চায় পাণ্ডিত্য
গিলতে চায়না সত্যের সাধক,ওঁরা যে সত্যের খাদক।
নাম লিখতে গিয়ে ভাঙে কলম —
লাগাতে আসে কবির ব্যাথায় পাণ্ডিত্যের মলম
চক্ষুড়ালে চলে অন্যায়, অবিচার, জোর-জুলুম।
শরাব পিকে করে উতাল-পাতাল
বিদ্রোহ করে না কেউ লাঠিতে ভেঙে দিবে বুকের চালাত
এমন পাণ্ডিত্যের পড়ে না আকাল, দাপিয়ে বেড়ায় কাল-মহাকাল।
কথার চাবুকে ভাঙে হৃদয় —
ক্ষত হয় যেন অনায়াসে যাবে হিমালয় —
লাঠি হাতে ভাঙতে আসে দূর্বলের দূর্বল আলয়।
জ্ঞানহীন বুদ্ধিজীবীদের পাণ্ডিত্যে —
শিক্ষানুরাগী, জ্ঞানীরা দিনাতিপাত করে নীরবে
ঊর্ধ্বাকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে সবুরে।
সমাজে আধিপত্য জ্ঞানহীন মূর্খের —
আধিপত্য হাঁটুর গিঁটে বুদ্ধি থাকা বুদ্ধিজীবীদের —
আধিপত্য ছলচাতুরীতে পারদর্শী মিথ্যে পাণ্ডিত্যের পণ্ডিতদের।
১৪/০৬/২০২২ সৌদি আরব