হাউসফুল শ্মশান

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পৃথিবী তুমি সেরে ওঠো আরও একবার,
স্বমহিমায় ফিরে আসো বদলা নিতে ;
বেহিসেবি মৃত্যুর হিসাব তোলা রইল ,
মিলিয়ে নিয়ো তোমার খাতায় ।

এখানে অসভ্যের মতো বেলাগাম সমাজ,
মত্তের মতো সৃষ্টির মাতলামি, কেবলই
সবুজ ধ্বংসের বেপরোয়া জেদ নিরন্তর ,
অট্টহাসির লোলুপ অন্ধ অর্থবানেরা;

এখানে রাত বড্ড বড় হয়ে গেছে শবের দাবানলে,
বিশুদ্ধ বাতাসে ধোঁয়া আর ভাইরাসের সঙ্গমে;
শতসহস্র অনাথ অশ্রুর চাঁপা কান্নার ফাঁকে,
দেখি মুক্ত চিড়িয়াখানায় বন্দি ‘হোমো সেপিয়ানস’ যে

বর্জিত প্লাসটিকে মোড়া বর্জিত আপনজনেরা,
উপর-নিচ মুড়ে দাড়িয়ে অপেক্ষার লাইনে;
যেখানে কেবলই শুধু অপেক্ষার ডাক পড়া,
জলন্ত কাঠের সাথে সহবাসের উনুনে;

পোড়া মাংসের গন্ধে হাউস ফুল শ্মশানে,
এখানে তুমি আর আমি কেবলই মিথ্যের বন্ধনে ।।

 

0

Publication author

offline 2 years

সুজিত

1
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।