হৃদয়ের ব্যর্থতা
এই শহরে মনের মতো ঘুম নেই বহুদিন
চোখের বিছানায় রঙিন চাদর
প্রেয়সী বাংলার মতো
নীল সাগরের স্রোতের কাছে
হলুদ চিঠি ভেসে আসে মনের আসন্ন।
অস্তগিরি ঢের বেশি ভালোলাগা
বিশিষ্ট মরিবার তরে
তাঁরে আমি খুঁজে পাই মরীচিকার মতো ;
একটি ঈগল ওড়ে মহামারীকে হারিয়ে
মটরের ফুল দিয়ে মালা সাজিয়ে
হাতের নখে দেশলাই কাঠি জ্বেলে
মনোনীত হয় ব্যর্থ উপগ্রহ।।
Subscribe
Login
0 Comments
Oldest