হৃদয় আমার বাংলা
বান ডেকেছে মেঘের কোণে
রোদ উঠেছে পাহাড়ের গায়ে
আমার বাঁকা মুখের হাসিতে
হারিয়েছি জীবন অনন্তকালে।
আমার শরীরের রক্তের ফোঁটা দিয়ে
আকাশ- বাতাস- মরুতে,
প্রান্তরে, বনানীর ফাঁকে ফাঁকে
তৈরি হয়েছে প্রেম-
তারই নাম বাংলা।
আমার বুকের নীহারিকা হতে
দু-হাতে তাজা রক্তে মাখা অস্ত্র
প্রান্তরে হয়েছি আমি প্রহরী।
গর্জে ওঠা
জীবন
আমার
ক্ষণে ক্ষণে জ্বলছে আগুন
মেশিনগানের বুলেটে-
ঝাঁঝরা হওয়া হৃদয়
নুয়ে পড়েও উঠে দাঁড়িয়েছে যে
তার নাম বাংলা।
নিরন্তর যে ভালোবাসা লেখা হয়েছে
সমাজের মানুষের জন্য;
আমার মৃতদেহের রক্তাত শরীর
তোলার মতো কেউ নেই জানি!
সবাই ঘুম ঘরে আচ্ছন্ন,
মৃত্যুর স্বাদ পাচ্ছি আমি একা।
ধূলোর কণার মতো মৃতদেহ সজ্জিত
মিশে যাচ্ছে পায়ের নীচে
একটু পরে বৃষ্টি এসে
ভাসিয়ে নিয়ে যাবে নদীতে।
চোখ মেলবে বিষাক্ত রাত
প্রদীপের কানায় কানায় চুম্বনে।
অন্ধকার ছায়া
সে রাতে চেপে রাখা কান্না
আগলে রেখেছিল যে
তার নাম বাংলা।
জরাজীর্ণ পাতা,বিরহ কলম
রক্তে রাঙানো চিঠি
বুকে ফোঁটা ফুল
তার নাম ভালোবাসা-
হৃদয়
আমার
বাংলা।।
১০/০৫/২১