⌠মেঘ শ্রাবণের গান⌡
পৃথিবীর পরে শুকনো ঘাসের বুকে
যেন মেঘের জলপ্রপাত নেমে এলো
মহানন্দী হিল্লোলিত মধুমাধবী রাগে
মেঘের বৈতরণী সুর বাজিয়ে গেলো
আনন্দী ! তুমি মেঘের সুরে গান গেয়ে যাও…
শ্রাবণের ধুসরিত জলবান্ধবী মৃদঙ্গ বাজায়ে
করে গেল উষ্ণতার পাহারায় শীতল বসুন্ধরা
শালিকের ভিজে ডানার জল ছলছলি বাতাসে
বৃষ্টিরসে সোঁদাগন্ধী সবুজ প্রকৃতি আত্মহারা
শ্রাবণী ! তুমি আমার সব দুঃখ ধুয়ে দাও…
ফুটে ওঠে ঝিলে মেঘলা দিনের স্মৃতিপট
ভাসে বৃষ্টির সাথে ফুলকুমারির আখিঁজল
বনভূমি মাঠ প্রান্তর হিজল তমাল অশ্বত্থ
বরষিত মেঘকিশোরী তনু রুপালি উজ্জ্বল
পল্লবী ! তুমি আমায় নিষ্কলঙ্ক হতে শেখাও…
কিঞ্জল সূর্য কিরণে যেন সুরভিত হয়ে মেঘ
মন সেতারের শত তার শত বার ছুঁয়ে যায়
আমার পরাণে প্রেম প্রতিমার ঝড়ো উদ্বেগ
তড়িৎ আলোর মেঘে বৃষ্টি ঝাঁঝরি সাজায়
সূর্যমুখী ! তুমি আমার বুকে চিরতরে মিশে যাও…
মেঘবতী নদীর শিহরিত অববাহিকায়
যেন শ্রাবণ মিশেছে নূতন আনন্দ রঙে
নূতন আকাশে বৃষ্টি শেষের রৌশনাই
শুভ বারতা মঙ্গলধ্বনি বিশ্ব চরাচরে
আকাশী ! তুমি আমায় প্রেম সংগীত শোনাও…
বনপথ জুড়ে সহসা তরু ছায়া ডুবে গেলে
মনের কিনারে যেন কার ছবি ওঠে ভেসে
কোথাও এমনই ঝড়জল বহা সন্ধ্যে কালে
শোণিত ব্যথার অঞ্জলি পথ পায় নিঃশেষে
ছায়াবিথী ! তুমি আমাকে তোমার সঙ্গী ক’রে নাও…
অশ্রুমুখী মেঘে মেঘে যেন শোকাহত মেঘনা
প্রাণের গহীনে নিরন্তর বেঁধে বিষ বেদনার ছুরি
অশ্রু বিলাসে কুন্ঠিত মনে অপ্রতিরোধ্য ভাবনা
তোমার মহিন স্পর্শ পেতে চায় মগ্ন স্বপ্নপুরী
শতরূপা ! তুমি আমায় মেঘের দেশে নিয়ে যাও…
_________________________________________________
“স্থিরজল দীঘির মৃদু কম্পিত ক্যানভাসে
মাঝে মাঝে দুএকটি পাখি আলতো ঘরে ফেরে
দিগন্তের উপরিসীমার সমস্ত আকাশ জুড়ে
তোমাকেই শুধু খুঁজি, নিরন্তর খুঁজতে ইচ্ছে করে…
ব্যথার নীলঢেউ আছড়ে সাগর সৈকতে
জানায় কেমন আছে এ হৃদয় প্রতি দিনশেষে
আমার ব্যথায় পরিযায়ী মেঘও কাঁদে
বিরহ কত ডোবায় কত ভাসায় সে’ও জানে…”
⌠মেঘলা বিরহ / সুর্যাস্তের পদাবলী⌡
_________________________________________________
সাম্প্রতিকতম – ⌠নির্মুক্তির প্রতীক্ষা⌡
_______________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]