guptadhaner sandhane
গুপ্তধনের সন্ধানে
——————————
বেলা অবেলায় নয়
তুমি এসো তোমার মতো করে
সুন্দর করে দিও সময়টাকে
শক্ত করো বন্ধন
বিরহের অবসানে
কিছু শব্দ গুচ্ছ মালা গেঁথে
কিছু মায়াভরা স্মৃতি
মেঘলা দিনে পড়ে মনে
অভিমানের পাহাড় চূড়ায় ,
শুধ্য সীমাপার করে
লবনাক্ত অশ্রুজলে ভেসে যায়
হৃদয়ের স্পন্দন ,বেশিক্ষন নয়
তোমাকে ছুঁয়ে থেকে প্রতিশ্রুতি
তোমাকে অরণ্য দেখাবো
ছায়াছায়া জ্যোৎস্নায় মায়াবী রাতে
গল্প শোনাবো গুপ্তধনের সন্ধানে।।
রামপ্রসাদ দাস
Subscribe
Login
0 Comments
Oldest