তুমি অনেক রকম
তুমি যখন মিষ্টি করে হাসো
তখন তোমাকে দেখতে মনে হয়
ফুটফুটে ঠিক চাঁদের মতো ,
তুমি যখন একটানা চেয়ে থাকো
তখন তোমাকে দেখতে মনে হয়
ঝিকিমিকি করা তারার মতো ,
তুমি যখন হেলেদুলে হাঁটো
তখন তোমাকে দেখতে মনে হয়
ধবধবে সাদা মেঘের মতো ,
তুমি যখন স্পর্শ দিয়ে কথা বল
তখন তোমাকে মনে হয়
তুলতলে নরম তুলার মতো ,
তুমি যখন কাজল চোখে চোখ মেলো
তখন তোমাকে মনে হয়
টলটলে স্বচ্ছ জলের মতো ,
তুমি যখন পাশ কেটে হেঁটে যাও
তখন তোমাকে মনে হয়
ঝিরঝিরে মৃদু হাওয়ার মতো ,
তুমি যখন উঞ্চ নিঃশ্বাস ছাড়ো
তখন তোমাকে মনে হয়
ফুরফুরে কালো চুলের মতো ,
তুমি যখন ভালবেসে কথা বলো
তখন তোমাকে মনে হয়
টকটকে লাল ফুলের মতো ।
তোমার কাছে হয়ত আমি ,
তুমি যত কিছু তার চেয়ে কম ,
কিন্তু আমার কাছে আমার চোখে
তুমি নিত্য নতুন অনেক রকম ।