কবিতাও হবি না কখনো
কখনও আকাশে তারা হতচ্ছাড়ি তুই, অশ্রুবিন্দু, তোর নাম
কখনও সমস্ত রাত স্বপ্নে, আদরে, হরিষে-বিষাদে, লিখলাম !
প্রতিটি উৎসবের দীপে, শিখা হয়ে কাঁপে, হয়তো বা
কবিতার অক্ষরে অক্ষরে সাদায় কালোয়,
প্রেমে, অপ্রেমে, অভ্যাস অনভ্যাসে,
বেলা অবেলায়, বেনোজলে, বেহুলার প্রেম হয়ে ভাসে !
অথবা নিছক ধাঁধা, আঁধার আলায় –
এ কোন পাগলামিতে জীবন ঘুলিয়ে দিয়ে
মাথা খেয়ে বসে থাকো, আদরিনী, কোন নিরালায় !
সুদূর নরম মাটির দেশে, হাঁটো, একা একেশ্বরী, উদাসিনী,
তটের স্পন্দনে আদিগন্ত বুকের ভেতর কেঁপে যায় !
কবিতাও হবি না কখনো, প্ৰেম হবি, বড্ডো কাছাকাছি,
বুকের ভিতরে চুপিচুপি, ক’বি,- কবি, তোমার কবিতা হয়ে আছি !