ভূতের মুষ্টি
শিরোনাম: ভূতের মুষ্টি
১৯_১০_২৩//আগন্তুক
যুদ্ধের দামামা উষ্ণ চারিপাশ,
দিয়ে উসকানি চুলকানি ভাই!
মানুষের মৃত্যুতে চুনকালি মুখে!
শিশু নারী বৃদ্ধ তারা হাঁসফাঁস ,
অসহায় রোদনে মানবতা হায়!
কিলায় ভূতেরা থাকতে সুখে!
যুদ্ধের নীতি মানে কোন জন,
মৃত্যুতে বাড়ে রোষের পরিধি!
পালাক্রমে চলে হত্যার শোধ!
বাড়ে দিনেদিনে রক্তের ওজন,
সময় ঝড়া ধারা আঁখি বারিধি!
বাড়ে কমে না মৃত্যুর প্রতিশোধ!
কোন সে জাতির বিভেদ চাই,
কে বাঁচায় মারে ভয়ে মানবতা!
অহিংসা মনীষী বিগত হয়েছে!
হিংস্র হিংসায় মানুষের ধারায়,
লোভ,ভোগ, ছলনা,বিলাসিতা!
ফেরাবে হালে দিশা কে আছে!
শেয়ালে শকুনে জোট বেঁধেছে,
মানবতা বিরোধী সকল পশুরা,
মানুষের সাথে হয়েছে শামিল!
আছে ছড়িয়ে সঙ্গে,আগে,পাছে,
চিনে নিতে হবে তাদের চেহারা!
ভেদাভেদ ভুলে সবে করো মিল!!