নির্মম নিরবতা
ধূলিসাৎ ধুসর ধ্বংস স্তূপে রক্তের দাগ,
রাস্তা পথে ধুলো বালির সাথে মানুষের লাশ,
ছোটো, বড়ো, ছেলে, মেয়ে, মহিলা, পুরুষ সব ধরণের।
যেখানে এই আহত জাতির হাহাকার আর্তনাদ ভেসে বেড়ায়,
পৃথিবীর সব জাতি সমূহ সেখানে নিস্তব্ধ নিস্তেজ দর্শক,
যেখানে ন্যায় অন্যায় এর কথা বলা কে সন্ত্রাসবাদীর আখ্যা দেয়,
সেখানে এই নির্মম গন-হত্যালীলা তাদের চোখে শুধুই আত্মরক্ষা,
এই বর্বর নিষ্ঠুরতা দেখে কারোর জেগে ওঠা হয় না।
যেখানে রোজ কেউ কারোর পরিবার কে হারায়,
কোনো পরিবার তার সদস্য কে হারায়,
রোজ যেখানে অজস্র শিশুর থেকে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়,
সেখানে অন্যান্য সব জাতি নিজস্ব বিলাসিতায় মশগুল।
হে ঘুমন্ত জাতি,
স্তব্ধতার ভেতর থেকে সমস্ত জানালা খুলে দিয়ে
একটু আয়নার সামনে দাঁড়াও,
জিজ্ঞেস করো,
“সমস্ত ক্ষমতা কি সেই বর্বর নিষ্ঠুর হত্যাকারীর হাতে তুলে দিয়েছে?”
@iAli