অবকাশ -১৫
আকাশ নীল মৃত সমস্ত আকাশের তারা
নেই কোথাও হারিয়ে যাওয়ার ভয় !
বিন্দু বিন্দু বিসর্জন নদী চঞ্চল গতিধারা
জোনাকিদের বুক চিরে আসে রাত্রি
ক্ষয়িষ্ষু জীবনের স্রোতে ভিন্ন – অভিন্ন হয়ে।
উপকারের ভাষা নেই হাতে গোনা
আইনী কিংবা বেআইনী
হারেনি কেউ হেরে গেছে শুধু সময়ের ঝরে যাওয়া পাতা।
চেনা পথ অচেনা পথ পাকা কিংবা কাঁচা
দাগ নেই মৃত্যুর আঘাতের পূর্ণতা অসমাণ অবহেলা।
বিবর্ণ রঙের পিপীলিকা আঁকে সমুদ্র স্নান
প্রার্থনার মন্দির গড়েছি হাতের শিরা উপশিরায়
আপত্তি নেই কারো – তবুও জলে ধুয়ে গেল অনুপ্রেরণা
অনুরক্ত হল হৃদয় উপমাহীন মানুষের নকশা উম্ফোলন।
Subscribe
Login
0 Comments
Oldest