সবুজ পৃথিবী কবিতা লেখক রহমত উল্লাহ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নদী গর্জে ওঠে, পাহাড় চুপ থাকে,
‎গাছেরা দাঁড়িয়ে আকাশে হাত রাখে।
‎সবুজে ভরা ছিলো এই পৃথিবী,
‎মানুষের ছোঁয়ায় ক্ষীণ এখন সব কিছুই।

‎পাখির কণ্ঠে ছিল মিষ্টি মধুর সুর,
‎মানুষ করেছে তাদের প্রাণটা চুর।
‎বনজঙ্গল ছিলো তাদের ঘর,
‎কেটে ফেলেছি সব, তবুও নেই কোনো ত্রুটি দর।

‎প্রকৃতির কাছে হাত জোড় করে বলি,
‎এই পৃথিবীকে দাও আরো বেশি ভালবাসার ছোঁয়া,
‎মানব হৃদয়ে আনো একটু উষ্ণ অনুভূতি,
‎সবুজের পথে চলুক সবার প্রিয় মায়ার গহিন বয়ে।

0

Publication author

0
রহমত উল্লাহ একজন লেখক ও সাংবাদিক। তাঁর বাবা একজন কবি ও লেখক ছিলেন এবং পত্রিকা প্রকাশ করতেন, যা থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করতে তিনি ভালোবাসেন।
Comments: 0Publics: 10Registration: 04-09-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।