দহন
দহন
কে তুমি বাজিয়ে বাঁশি আনমনে হেঁটে চলে যাও ..।
শুনে সে উদাসী সুর মনে ওঠে বেদনার ঢেউ ।
আকাশ -বাতাস কাঁদে থমথমে উদাসী ব্যাকুল ,
যদি আমি ভুল করেও করি কোন ভুল
শোধাবে যে সেই ভুল মোছাবে চোখের জল
নেই নেই কেউ ।।
রাত নামে নিস্তব্ধ হয়ে যায় ধরা ,
আমিতো নিজেকে ভাবি
রাত জেগে ছুটে চলা ডাক হরকরা ।
অলীক সুখের আশে ভেঙে দিলো
ছেড়ে গেল গরীবের নীড় …..।
ভুলতে আজো পারিনিতো
তার সে যতেক কথা মন মাঝে করে শুধু ভীড় ।
মন বলে ভাববো না আত্মা কিন্তু শোনে না যে কথা ,
আজো মাথা দপদপ বুক জুড়ে চিনচিনে ব্যথা ।।
Subscribe
Login
0 Comments
Oldest