তবু আমি একা
তবু আমি একা
আব্দুল আল মাহিম
ঘর ভর্তি মানুষ আমার,
তবু আমি একা।
ফেসবুক এ আমার হাজার-
বন্ধু, তবু আমি একা।
মোবাইল এ আমার শত-
নাম্বার, তবু আমি একা।
দিন শেষে আমিই আমার,
কারো সাথে হয়না দেখা।
নিজ কাজে সবাই ব্যাস্ত,
কাজের ভিরে আমি একা।
ফোন আসেনা আর এখন কারো,
হয়না কতদিন কথা।
শব্দ বিহীন ফোনটা আমার-
পড়ে আছে খাটের কোনে,
এই বুঝি কারো কল আসবে-
তুলে ধরবো কানে।
এই আসায় শুয়ে আছি-
ফোনের দিকে চেয়ে,
এক ফোটা জল বেয়ে পড়লো-
চোখের বাহিরে।
নিস্তব্ধ এখন আমি-
শুয়ে আছি একা,
হাওয়া যেনো বলে যাচ্ছে-
সবাই দিচ্ছে তোমায় ধোকা।
Subscribe
Login
0 Comments
Oldest