চরণচিহ্ন
চরণচিহ্ন
হাকিকুর রহমান
চরণচিহ্নগুলি-
ঢাকা পড়িয়াছে কবে কবে,
কোন সে অবেলায়
পদে পদে বাড়িয়াছে শুধু ধুলি।
এমনি লগ্নে আবার-
নতুন করিয়া ধরিলাম পথ চলা,
থাক পড়ে থাক পিছু
যা কিছু গিয়াছে যাবার।
আর নয় বিলাপ-
নীরবেই মুছি অশ্রুত আঁখি,
ক্ষণকাল রয় বিস্মৃত হয়ে
তিরোহিত হলো সংলাপ।
আশার সাগরে ভাসি-
ধরিলাম হাল,
সমুখে যাবার তরে
চলমানতায় ভালোবাসি।
Subscribe
Login
0 Comments
Oldest