ইতিকথা
একদিন তোমার প্রেয়সীর সঙ্গে আমায় আলাপ করিয়ো প্রিয় ,
মনের পিঞ্জর খুলে তার মুখটি দেখিয়ো শুধু।
আমি কেবল একটিবার দেখতে চাই তাকে
দেখতে চাই সেই আলোকে , তোমার মধ্যিখানে ।
তোমার-আমার অধ্যায়ের বিষাদ কবেই তো শেষ প্রিয়
তবে সেই অধ্যায়ের অভিশাপ বর্ষাবো , কেন তুমি তা ভাবো ?
আমি জানি , তুমি যে তাকে অনেক ভালোবাসো ,
সেও তোমাকে ভালোবাসে অনেক , ভালোবাসে যেন আর-ও !
যে আলো ছুঁয়েছে তোমাকে ,
সে আলো ছুঁক আমাকে ,
এতটুকুই তো চাইছি প্রিয়
রাখবেনা ইচ্ছার মান ?
যদি-ও সে আলো দেখতে পাবে না আমার এ দুই চোখ
অন্ধ ওরা তোমার ভালোবাসায় , রাখে না কোনো কারণ !
এ কাহিনী নতুন কিছু নয় ,
নয় তো অজানা তোমার
উপড়ে ফেললে তোমার এই আমাকে ,
নয় সে কথা ভোলার !
তবু সে আলো জড়াক আমাকে , সে তো তোমার-ই আলো
হবো না আমি ব্যাকুল সেদিন , কথা দিলাম প্রিয় ।
———স্বয়ং ( অভীপ্সা মজুমদার ঘোষাল )