চিতাকাঠ সাজিয়ে রেখেছি
চিতাকাঠ সরিয়ে রেখেছি
যদি জেগে থাকি
বিছানায় জেগে থাকে সারিবদ্ধ মৃত বালিশেরা
যদি মরে যাই
চিতাকাঠ হাঁপ ছাড়ে শ্মশানের এপার ওপার
জন্মের নথিপত্র ঘেঁটে দেখে ক্ষুব্ধ প্যাপিরাস
পেঁচা আর অন্ধকার
চাহিদার চেয়ে জোগানের ভারসাম্য হারিয়ে ফেলেছে
খোলা মাঠে আকণ্ঠ বিষ
মালভূমি জুড়ে আছে আগাছার দীর্ঘ শোকগাথা
মোহনার পশ্চিম আলম্বে
নিস্তেজ ঢেউ ওঠে শুশুকের ভাসমান আবডালে
দুদিনের ফিকে চাঁদ
বুড়ি জ্যোৎস্নার সুরে গান গায়,
“যদি মরে যাই
চিতাকাঠ সরিয়ে রেখেছি
কবরের অন্ধ ঠিকানায়
শ্মশানের দে’য়াল ঘড়িতে”